Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Borro Paddy Purchase 2024
Details
সুখবর সুখবর সুখবর। 
সরকারি খাদ্য গুদামে ধান বিক্রয় করতে ইচ্ছুক কৃষক ভাইদের জন্য সুখবর। আসন্ন বোরো-২০২৪ মৌসুমে শ্রীবরদী সরকারী খাদ্য গুদামে কৃষকের অ্যাপসের মাধ্যমে ধান ক্রয় শ্রীঘ্রই শুরু হবে। সরকারী খাদ্য গুদামে (এলএসডিতে) ধান বিক্রয় করতে ইচ্ছুক কৃষক ভাইদের অনুরোধ করা যাচ্ছে দ্রুত কৃষকের অ্যাপসে নিবন্ধন এবং ধান বিক্রির আবেদন করার জন্য।যারা ইতোপুর্বে নিবন্ধন করেছেন, তাদের পুনরায় নিবন্ধন করার প্রয়োজন নেই, তাহারা শুধু ধান বিক্রির আবেদন করবেন। আর যাহারা আগে নিবন্ধন করেননি, তাহারা নিবন্ধন করবেন। আবেদন/ নিবন্ধন করতে কোনো সমস্যা বা আবেদন করার প্রক্রিয়া বুঝতে না পারলে উপ-সহকারি কৃষি কর্মকর্তা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
প্রতি মণ ধানের সরকার নির্ধারিত সংগ্রহ মূল্য ১২৮০/- টাকা।
ধান বিক্রয়ের আবেদনের শেষ তারিখ ১৫ মে ২০২৪।
Image
Publish Date
01/05/2024
Archieve Date
31/12/2024